হোম > ছাপা সংস্করণ

দেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর দুই বাংলাতেই কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।

এ বছর দুই ইন্ডাস্ট্রিতেই সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। তবে বাংলাদেশের চেয়ে ওপার বাংলাতেই ব্যস্ততা বেশি ফারিয়ার। এ বিষয়ে অবশ্য দেশের নির্মাতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফারিয়া। তাঁর মতে, দেশের নির্মাতাদের তুলনায় তাঁকে নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতারা বেশি ভাবেন।

গত শুক্রবার ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফারিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্মাতারা আমাকে এক্সপ্লোর করতে পছন্দ করেন। টালিউডে আমার সাম্প্রতিক কাজগুলো দেখলেই বোঝা যায়। “ভয়” সিনেমায় আমি যেমন অটিস্টিক শিশুদের পড়াই, আবার “বিবাহ অভিযান”-এ পুরোপুরি কমার্শিয়ালভাবে দেখা গেছে।

আগামী ১ অক্টোবরে শুরু হবে বাবা যাদবের নতুন সিনেমার শুটিং, এতে ভিন্নভাবেই পর্দায় হাজির হব। তাঁরা আমাকে নিয়ে ভাবেন। তাঁরা চিন্তা করেন, আমাকে কীভাবে ভেঙে নতুন করে পর্দায় উপস্থিত করা যায়! তবে দুঃখের বিষয়, আমার দেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম।

তাঁরা হয়তো ভাবেন, ফারিয়া খুব সুন্দর, তাকে গ্লামারাস চরিত্রেই মানাবে। ওকে মনে হয় সেভাবে ভাঙা যাবে না।’ দেশের নির্মাতাদের নিয়ে এত অভিযোগের মাঝেও ফারিয়া জানালেন, সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া ‘পাতালঘর’ সিনেমায় তাঁকে নতুনভাবে উপস্থাপন করেছেন নির্মাতা।

ফারিয়ার ভাষ্য, ‘আমাকে যে ভাঙা যায়, সেটা কিন্তু নূর ইমরান মিঠু করে দেখিয়েছে। পাতালঘরে ভিন্ন এক ফারিয়াকে পাওয়া গেছে। দর্শকও পছন্দ করেছে। এ সিনেমায় দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটা আসলেই অন্য রকম।’

এ বছর বাংলাদেশ ও ভারত দুই দেশ মিলিয়ে ছয়টি কনটেন্ট মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার। আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পাবে তাঁর ‘রকস্টার’ সিনেমাটি। এতে ফারিয়ার বিপরীতে রয়েছেন যশ দাশগুপ্ত।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন