আজ ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শোক দিবস। ২০০৪ সালের এই দিনে সুন্দরবন ভ্রমণে গিয়ে কটকা এলাকায় খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ জনসহ মোট ১১ ছাত্র-ছাত্রী সমুদ্রে ডুবে মারা যান।
ওই ঘটনার পর প্রতিবছর দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, শোকযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও শোকসভা। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং এতিম শিশুদের সঙ্গে ইফতার ও নৈশভোজ। প্রতিবছর দিবসটি স্মরণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোক নেমে আসে।