এনটিভিতে ‘আনন্দধ্বনি’
এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘আনন্দধ্বনি’। আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা।
আরটিভিতে ‘ক্ষমা’
আরটিভির বড়দিনের নাটক ‘ক্ষমা’। মহিউদ্দীন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, নাঈম প্রমুখ।
মাছরাঙায় একাধিক অনুষ্ঠান
বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। যার মধ্যে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ শুভদিন আজ বড়দিন’। এ অনুষ্ঠানে গান গাইবেন প্রিয়াঙ্কা গোপ, অণিমা মুক্তি গোমেজ, কামরুজ্জামান রাব্বি। এ ছাড়া নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও তার দলসহ খ্রিষ্টান সম্প্রদায়ের শিল্পীরা। রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘এই মায়া’।