তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজনে কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ এনেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে এবং সফলভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য বর্তমান কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মর্তুজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে পিআইসি বাণিজ্য, ইউনিয়ন কমিটি বাণিজ্য ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে। এ কারণে বর্তমান কমিটি বাতিল করে নিরপেক্ষ সম্মেলনের জন্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদনের দাবি জানাই।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ২৫ মে তাহিরপুর উপজেলায় সম্মেলন করার নির্দেশনা রয়েছে।