হোম > ছাপা সংস্করণ

ভুতুড়ে রেজিস্ট্রেশনে ভোগান্তিতে শিক্ষার্থীরা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ভুতুড়ে রেজিস্ট্রেশনে ভোগান্তিতে পড়েছেন একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা বলছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে অনলাইনে আবেদন পাঠালে তা নাকচ করে দেয়। এবং আগেই আবেদন করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কে বা কারা এই রেজিস্ট্রেশন করেছেন তা কারও জানা নেই।

গত ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল ১৫ জানুয়ারি। তবে এই সময়ের মধ্যে পছন্দমতো কলেজ ও মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হারিয়েছে অনেকে।

ভুক্তভোগী শিক্ষার্থী পূজা দেবী রায় বলে, সে ১২ জানুয়ারি অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে একটি দোকানে যায়। কিন্তু তার আবেদন গ্রহণ না করে আগেই আবেদন হয়েছে বলে স্বয়ংক্রিয় সফটওয়্যার থেকে জানিয়ে দেয়।

আরেক ভুক্তভোগী মোকলেসুর রহমান বলে, সে কলেজে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে দেখে আগেই তার আবেদন করা হয়ে গেছে।

নগরকান্দা বাজারের কম্পিউটার প্রশিক্ষণ ও অনলাইন সার্ভিসের মালিক মোশারফ হোসেন বলেন, কিছু শিক্ষার্থীর আবেদন করলে আগেই আবেদন করা হয়েছে জানিয়ে ম্যাসেজ এসেছে। একই কথা জানিয়েছেন কম্পিউটার ব্যবসায়ী আবু নাসের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির কোনো নীতিমালা তাঁর কাছে আসেনি। তাই এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, কী কারণে কারা এসব ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে অপরাধীদের বের করে আইনের আওতায় আনা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন