খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা ৫২ বছরেও পাকা হয়নি। গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। বর্ষাকালে এ রাস্তা দিয়ে এলাকাবাসীকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাটি পাকা করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হলেও জনপ্রতিনিধিরা কেউ সাড়া দেননি।
রাস্তাটি হরিঢালী ইউনিয়নের রহিমপুর গ্রামের শেষ প্রান্ত থেকে দেয়াড়া গ্রাম হয়ে তালা উপজেলার জেটুয়া খেয়াঘাটে গিয়ে শেষ হয়েছে। এ রাস্তা দিয়ে শুধু দেয়াড়া গ্রামের মানুষ না, তালা উপজেলার জেটুয়া, জালালপুর ইউনিয়নের মানুষও চলাচল করে। এ কাঁচা পথ পাড়ি দিয়ে ছাত্রছাত্রীরা রহিমপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে।
ওই রাস্তা দিয়েই গ্রামবাসী খেতের ফসল ঘরে তোলে। এ ছাড়া ওই রাস্তা দিয়ে রহিমপুর বাজার, কপিলমুনি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যেতে হয় এলাকাবাসীকে। পাইকগাছা পৌর সদর, উপজেলা সদর, থানা ও আদালতসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য তাদের ওই রাস্তা দিয়ে যেতে হয়।
দেয়াড়া গ্রামের আলিম বিশ্বাস বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও আমাদের এলাকার উন্নয়ন হয়নি।সরকার দেশে প্রভূত উন্নয়ন করলেও এ রাস্তাটি পাকাকরণের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। পাশের রহিমপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, এখানকার লোকজন চরম ভোগান্তির শিকার হয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারে না। অনেক শিক্ষার্থীর জামা কাপড় ও বই-খাতায় কাদা মেখে বাড়িতে ফিরে যেতে হয়। তিনি রাস্তাটি দ্রুত সংস্কারে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে হরিঢালী ইউ আর এস এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার জানান, বৃষ্টি হলেই ওই এলাকার অনেক ছাত্রছাত্রী স্কুলে আসতে পারে না। তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।