গাজীপুরের কালীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে নির্যাতনের শিকার ওই শিশুটির বাবা বাদী হয়ে জামাল উদ্দিন (৫০) নামের এক মুদি দোকানিকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এইচএম ইমন বলেন, অভিযুক্ত জামাল একটি মুদি দোকান চালান তিনি। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে এসআই জানান, প্রতিদিন মেয়েকে বাড়ি রেখে বাবা-মা দুজনেই কাজে বের হন। মঙ্গলবার দুপুরে ওই শিশু তেল কিনতে জামালের দোকানে যায়। এ সময় মুদি দোকানি জামাল দোকানের সাঁটার বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তেল আনতে দেরি দেখে শিশুটির বড় বোন দোকানে গিয়ে বোন ও ওই মুদি দোকানিকে বিবস্ত্র অবস্থায় দেখেতে পায়। পরে ওই দোকানি দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন। গতকাল দুপুরে শিশুটিকে জবানবন্দির জন্য গাজীপুর আদালতে নেওয়া হয়।