হোম > ছাপা সংস্করণ

বারি পরিদর্শন করল কানাডার প্রতিনিধি দল

গাজীপুর প্রতিনিধি

কানাডার তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব সাচকাচুয়ানের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি এনড্রিও শার্প, একই ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ এবং সাস্কাটুন ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (এনআরসি) রিসার্চ সায়েন্টিস্ট পঙ্কজ ভৌমিক।

প্রতিনিধিদল বারিতে এ এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীরা। পরে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে বারির বিজ্ঞানীদের সঙ্গে প্রতিনিধি দল ভবিষ্যতে গবেষণার পরিকল্পনা বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারির জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউফুছ আকন্দ, পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান কারিগরি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।

পরে অতিথিরা ইনস্টিটিউটের জীব প্রযুক্তি ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের ল্যাব ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। তাঁরা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন