বগুড়ার ধুনট উপজেলায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় হিজড়াদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়া হয়েছে।
হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেসরকারি সংস্থা টিএমএসএস এ প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে ধুনট পৌরসভা মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ১০ জন হিজড়ার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ ছাড়া ১০ জন হিজড়ার সিকিউরিটি গার্ডের চাকরি নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী ও টিএমএসএসের যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম, টিএমএসএস ধুনট শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি প্রমুখ।
উল্লেখ্য, টিএমএসএসের অধীনে ১০ জন হিজড়াকে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ৩০ দিনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ১০ জন হিজড়াকে সিকিউরিটি গার্ডের ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। জানুয়ারি মাস থেকে তাঁরা টিএমএসএসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি শুরু করবেন।