কাব্যগ্রন্থ ‘কবিতা বিতান’ বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ায় বিতর্কে জড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এ পুরস্কার দেওয়ার প্রতিবাদে ২০১৯ সালে পাওয়া ‘অন্নদাশঙ্কর স্মারক সম্মান’ ফিরিয়ে দিয়েছেন গবেষক এবং লেখিকা রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদিরঞ্জন বিশ্বাস। বিরোধী দল বিজেপিসহ বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গাঙ্গুলির কটাক্ষ, ‘কবিতা বিতান নয়, বইটি আসলে ঘাস বিতান হবে।’
কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রথম বছর সাহিত্যিকদের মতামত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়।