Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মেলা ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেলা ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ মেয়রের

একুশে বইমেলাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘মেলায় নাকি ইসলাম ধর্মীয় বইকে নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের অপপ্রচারে কেউ কান দেবেন না। ইসলাম ধর্মীয় বই রাখা যাবে না, এ ধরনের কথা কোথাও বলা হয়নি। অবশ্যই ইসলাম ধর্মীয় বই রাখা যাবে, তবে মৌলবাদী বই বা জঙ্গিবাদকে উৎসাহিত করে এমন বই মেলায় প্রদর্শন বা বিক্রয় করা যাবে না।’

গতকাল সোমবার এম এ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

মেয়র আরও বলেন, ‘যারা ইসলামি বই বিক্রয় নিষিদ্ধ বলে মিথ্যে গুজব ছড়াচ্ছে, তারা একাত্তরেও এই ধরনের ভূমিকায় ছিল। এখনো তারা সেই তৎপরতায় আছে। এ দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমরা অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমরাই একমাত্র জাতি, যারা নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীতে আর কোনো জাতি মায়ের ভাষার জন্য রক্ত দেয়নি।’

মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি বিশ্বের সব মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন। আন্তর্জাতিকভাবে পালিত মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের নৈতিক দায়িত্ব। ১৯০ বছর ব্রিটিশ শাসনামলের পর পাকিস্তান নামক যে রাষ্ট্রের আবির্ভাব হয়েছিল, তাতে ৫৬ শতাংশ বাঙালি থাকার সত্ত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র হয়েছিল। তা রুখে দাঁড়াতে বাঙালির রক্ত ঝরেছে। আর এই রক্ত ঝরার মধ্য দিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। এই অর্জন আমাদের জন্য বিশাল গৌরবময় অধ্যায়।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেলা কমিটির আহ্বায়ক ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ