বিনোদন প্রতিবেদক, ঢাকা
আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর চার বছরের অপেক্ষা। গত সপ্তাহে সিনেমা হলে এসেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। এ ছবিতে পদ্ম চরিত্রে অভিনয় করে ভালোই প্রশংসা পাচ্ছেন ভাবনা।
‘লাল মোরগের ঝুঁটি’র রেশ না কাটতেই ক্যারিয়ারের তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম ‘দামপাড়া’। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন। ‘দামপাড়া’ প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
তৃতীয় ছবিতে এসে ভাবনা নায়ক হিসেবে পেলেন ফেরদৌস আহমেদকে। অভিনেত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ‘দামপাড়া’ ছবির শুটিং।
‘দামপাড়া’র চিত্রনাট্যকার আনন জামান জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসের এসপি শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তার বীরত্বপূর্ণ ভূমিকার গল্প উঠে আসবে এ ছবিতে।
আনন জামান বলেন, ‘আমাদের ছবির প্রধান চরিত্র এসপি শামসুল হক। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর প্রথম লক্ষ্যই ছিল তাঁকে হত্যা করা। কারণ চট্টগ্রামে পুলিশ বাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষে এসপি শামসুল হক প্রথম ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’
আনন জামান বলেন, ‘এরপর কোনো দিন জুতা পায়ে হাঁটেননি মাহমুদা হক। কারণ সব সময় তাঁর মনে হতো, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও না কোথাও তাঁর স্বামীর লাশটি রয়েছে।’
‘দামপাড়া’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন এসপি শামসুল হক চরিত্রে। আর তাঁর স্ত্রী মাহমুদা হক চরিত্রে থাকবেন ভাবনা। ইতিমধ্যে ফেরদৌস ও ভাবনা এই দুই ঐতিহাসিক চরিত্র হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন।
‘দামপাড়া’ ছবিতে আরও অভিনয় করবেন ঝুনা চৌধুরী, অনন্ত হিরা, মাজনুন মিজান, মুনতাহা প্রমুখ।