Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাস্তায় বাঁশের বেড়া, ১৫ দিন ধরে অবরুদ্ধ তিন পরিবার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

রাস্তায় বাঁশের বেড়া, ১৫ দিন ধরে অবরুদ্ধ তিন পরিবার

পাইকগাছায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওই তিন পরিবার প্রায় ১৫ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। এ নিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলেও তা সমাধান হয়নি। বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে অবরুদ্ধ তিন পরিবার।

জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মো. ইউনুস আলী শেখ (৭০) ও তাঁর ভাইয়েরা বসবাস করেন।

ইউনুস আলী শেখ বলেন, ‘প্রায় ৬০ বছর আগে ভারতের জমিদার ইন্দ্র ভূষণের সঙ্গে জমি বিনিময় সূত্রে আমরা এখানে বসবাস করছি। কিন্তু এখানে যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালি, কওসার ঢালি ও মুজিবর ঢালি তাঁদের নিজেদের জমি দাবি করে পথ কেটে জমির সঙ্গে মিশিয়ে দিয়ে ঘেরা বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। পেছনের অন্যের জমির আইল দিয়ে বেরোলে সেটিও বন্ধ করে দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা এখন বের হতে পারছে না।’

এ বিষয়ে মুজিবর রহমান ঢালি বলেন, ‘তাঁরা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে বের হতো সত্য কিন্তু আমরা আমাদের বাড়ির ওপর দিয়ে আর বের হতে দেব না। তাঁরা খাস সম্পত্তির ওপর দিয়ে বের হতো। পরে খাস জমির মালিক মতিয়ার রহমান পথটি বন্ধ করে দিয়েছে। ইউনুস শেখদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য শরৎ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা স্থানীয়ভাবে বহুবার চেষ্টা করেছি কিন্তু মুজিবুর রহমান ও তার ভাইয়েরা তাঁদের বাড়ির ওপর দিয়ে ইউনুসকে বের হতে দেবে না বলে জানিয়েছে।’

গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, ‘তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা অমানবিক। অন্য চেয়ারম্যানরা এটি মীমাংসা করেনি। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। বিষয়টি নিয়ে বসে মীমাংসা করব।’

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তারপরেও যাতায়াতের পথ বন্ধ করে রাখা যাবে না। যদি কেউ এমনটি করে থাকে তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ