বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক মামনুন ইমন। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা উপন্যাস ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে একই নামে তৈরি হচ্ছে সিনেমাটি। ইতিমধ্যেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। তাঁর সহশিল্পী হিসেবে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে তারিক আনাম খানের সঙ্গে। এ ছাড়া বেশ কয়েকজন শিশুশিল্পীও অভিনয় করবে এতে। সিনেমাটি পরিচালনা করবেন লুবনা শারমিন।
এ প্রসঙ্গে ইমন বলেন, ‘কিশোর থ্রিলার গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি। শিশুতোষ সিনেমা নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তা ছাড়া, অনুদানের সিনেমাতেও প্রথমবারের মতো অভিনয় করব। অনেক যাচাই-বাছাইয়ের পর একটি সিনেমাকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। সেই বিবেচনায় বলা যায়, এটা ভালো মানের একটি সিনেমা হবে।’
ইমন জানিয়েছেন এ মাসের ২৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন তিনি। শুটিং করবেন চট্টগ্রামে। চলতি বছরে সিনেমার শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ হবে। আগামী বছর সিনেমাটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।