Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাঘে ৩০ মিলিমিটার বৃষ্টি, নাকাল মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

মাঘে ৩০ মিলিমিটার বৃষ্টি, নাকাল মানুষ

মাঘ মাসের বৃষ্টিতে টাঙ্গাইলের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার মাঝরাতের পর থেকে গতকাল শুক্রবার সারা দিনই বৃষ্টিতে নাকাল হয়েছে জেলাবাসী। বিশেষ করে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনের। আবহাওয়া অফিস বলছে আজ শনিবার দুপুর পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে দুর্ভোগ আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে শহরের বিভিন্ন স্থানে দেখা যায়, বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। বেলা আড়াইটার দিকে কথা হয় মোস্তফা নামে এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন অটো চালিয়ে আমার ভালোই আয় হতো। কিন্তু বৃষ্টির কারণে লোকজন কম থাকায় তেমন যাত্রী পাচ্ছি না। তার ওপর বৃষ্টিতে ভিজে খুব শীত করছে।’

বেলা ১১টার দিকে কথা হয় পার্কবাজারে বাজার করতে আসা মো. ছানোয়ার হোসেন নামের এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, সপ্তাহে ৬ দিন অফিস করতে হয়। বাজার ঘাটসহ প্রয়োজনীয় কাজ শুক্রবার করি। সকালে বৃষ্টি কম থাকায় বাজারে আসি। পরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে ভিজেই বাজার করতে হয়েছে। এতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার মতো আরও যারা বাজার করতে এসেছেন তারাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন।’

একই অবস্থা যাঁরা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন তাঁদেরও। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পয়েন্টে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টির কারণে তাঁরা যেতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে।

এ বিষয়ে টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ