বিনোদন ডেস্ক
দুই যুগের বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ইত্যাদিতে তুলে ধরছেন হানিফ সংকেত। এবারের ইত্যাদিতেও অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক নাগরিক। তাঁদের নিয়ে এবার ইত্যাদিতে তৈরি করা হয়েছে গ্রামীণ জনপদে স্মার্টফোনের ব্যবহার ও অপব্যবহারের ওপর বিশেষ পর্ব। পাশাপাশি রয়েছে নৃত্য। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।