সময়ের সঙ্গে সঙ্গে ওপার বাংলায় চাহিদা বাড়ছে বাংলাদেশের অভিনয়শিল্পীদের। সিরিজ কিংবা সিনেমায় দেশের শিল্পীরা একের পর এক নাম লেখাচ্ছেন টালিউডে। জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মিথিলা, তাসনিয়া ফারিণ, আরিফিন শুভর পর এবার কলকাতার সিনেমায় যুক্ত হলেন কাজী নওশাবা আহমেদ। অনীক দত্তের ‘যত কাণ্ড’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এ সিনেমা দিয়েই টালিউডে যাত্রা শুরু হবে নওশাবার।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে ‘যত কাণ্ড’ সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়।
সিনেমায় মূল গল্পের সমান্তরালে আরও একটি ট্র্যাক থাকবে। সেটা লেখা হয়েছে পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটেই দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী নওশাবাকে। জানা গেছে, এ চরিত্রটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল মধুমিতা সরকারের। নওশাবা এখন ঢাকায়, ব্যস্ত আছেন সিদ্ধার্থ নামের মঞ্চনাটক নিয়ে। রিহার্সাল রুম থেকেই তিনি বললেন, ‘কলকাতার সিনেমাটি নিয়ে এরই মধ্যে কথা হয়েছে আমার সঙ্গে। আমি সিনেমাটিতে অভিনয় করছি।’
যত কাণ্ড সিনেমায় নওশাবার বিপরীতে থাকছেন শ্রীশ চট্টোপাধ্যায়। শ্রীশ কলকাতার অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে। জানা গেছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে সিনেমাটির। কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা অনীক দত্ত।
সম্প্রতি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নওশাবা। ওটিটি ও সিনেমা দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। কয়েক দিন আগে ডাবিং শেষ করেছেন ‘মেঘনা কন্যা’ সিনেমার। দুই নারীর প্রতিবাদী গল্প নিয়ে সিনেমাটি বানাচ্ছেন ফুয়াদ চৌধুরী। এ ছাড়া ১৭ আগস্ট ওটিটিতে মুক্তি পাবে নওশাবা অভিনীত ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এটি নির্মাণ করেছেন ইয়াসির আল হক। এ ছাড়া প্রায় ছয় মাস পর মঞ্চে ফিরেছেন নওশাবা। মঞ্চনাটকের দল আরশিনগরের নতুন নাটক ‘সিদ্ধার্থ’ নিয়ে টানা তিন দিন মঞ্চে আছেন। আজ শেষ দিনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে রয়েছে নাটকটির দুটি শো। এর আগে গত বছরের শেষের দিকে কমলা কালেক্টিভের ‘নীল ছায়া’ নাটকে অভিনয় করেছিলেন নওশাবা।