বিদেশি পর্যবেক্ষক দলের সফর প্রভাব ফেলবে কি না, সেটা নির্বাচন আরও কাছে এলে দেখা যাবে। কিন্তু এদের আসা নতুন বিষয় নয়।
বেশ কয়েক বছর ধরে আমরা এগুলো দেখছি। ২০১৪ সালে দেখেছি, তার আগে স্যার নিনিয়ান এসেছিলেন, তো কিছুতেই তো কিছু হয়নি। ২০১৪ সালে সরাসরি হস্তক্ষেপ দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশের।
এবার দেশে একটু বেশি দেখছি; কারণ, বিগত দুইবারের নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। সে কারণেই আমরা এই অবস্থায় আছি।