রিমন রহমান, রাজশাহী
কাজের পর ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে। তখন তাঁদের কাছ থেকে ভ্যাট এবং আয়করের টাকাও কেটে নেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা আর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এভাবে ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা নয়ছয় করা হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় এই আর্থিক অনিয়ম ধরা পড়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য তাহেরপুর পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়িত হয়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ও আয়কর বাবদ আদায় করা মোট ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়নি। অথচ নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে এ টাকা সরকারি কোষাগারে জমা করার নিয়ম রয়েছে।
পরে ২০২১ সালের আগস্টে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় বিপুল অঙ্কের এই টাকার অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
অডিটের সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘অডিট আপত্তি যেন না দেওয়া হয় তার জন্য নিরীক্ষা কর্মকর্তাদের ১০ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে। তাঁরা বলেছিলেন, কোনো অডিট আপত্তি দেবেন না। কিন্তু পরে আপত্তি ঠিকই দিয়েছেন। এখন টাকা পরিশোধ করছি।’
কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের মহাপরিচালক ফারমিন মওলার অফিসের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান ফোন ধরেন। এসব বিষয়ে মহাপরিচালক কথা বলবেন না জানিয়ে মিজানুর রহমান বলেন, অডিট আপত্তি উঠে এলে অভিযুক্ত প্রতিষ্ঠান কখনো কখনো অডিট কর্মকর্তাদের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ তোলেন।