Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিপাকে পেঁয়াজ ব্যবসায়ীরা

হিলি স্থলবন্দর প্রতিনিধি

বিপাকে পেঁয়াজ ব্যবসায়ীরা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজে গাছ গজানোয় কিনতে চাচ্ছেন না পাইকারেরা। এ ছাড়া নতুন করে শুল্ক বাড়ায় পেঁয়াজ আমদানি করে লোকসানের শঙ্কা করছেন তাঁরা।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, ‘মেহেরপুর, পাবনা অঞ্চলে মুড়িকাটা পেঁয়াজ ওঠে গেছে, যার কারণে বাজারে এখন দেশীয় পেঁয়াজের সরবরাহ আছে। এ ছাড়া এই পেঁয়াজের মান ভালো থাকায় চাহিদা রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকেও আসায় চাহিদা কমেছে ভারতের পেঁয়াজের। যার কারণে সেভাবে পড়তা হচ্ছে না। এ কারণে ব্যবসায়ীরা এখন সমস্যা পড়েছেন।’

পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল গফুর বলেন, ‘দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে, কিন্তু বর্তমানে বন্দর দিয়ে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে সেগুলোতে গাছ হচ্ছে। এ কারণে আমরা পেঁয়াজ ঠিকমতো কিনতে পারছি না। এতে আমরা পাইকাররা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বিভিন্ন মোকামে পার্টিদের এসব পেঁয়াজ পছন্দ হচ্ছে না।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা কমেছে। আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক আমদানি হলেও এখন তা কমে ১৫ থেকে ২০ ট্রাকে নেমেছে। কোনো দিন সেই পরিমাণ আরও কমে ১০ ট্রাকে নামছে।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার বন্দর দিয়ে ১৬টি ট্রাকে ৪৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য এবং দ্রুত পচনশীল, সেহেতু এটিকে অগ্রাধিকার দিয়ে খালাসের সব ধরনের ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত ও পেঁয়াজ চাষে উৎসাহিত করতে গত ২০ ডিসেম্বর থেকে আমদানির অনুমতিপত্র স্থগিত করে সরকার। কিন্তু আগের অনুমতিপত্রের মাধ্যমে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি