Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘আমি নেই না, আমাকে সবাই দিয়ে যায়’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‘আমি নেই না, আমাকে সবাই দিয়ে যায়’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে এবার খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সেখানে মনগড়া কথা লিখে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। সেই চাঁদা দাবির অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই অডিওতে ভুক্তভোগী এক নারীকে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি তো বলি (চাঁদা) নেই না, কিন্তু সবাই আমাকে এনে দিয়ে যায়।’ কাউন্সিলরের এই অডিও আলাপের বিষয়টি বর্তমানে উপজেলাবাসীর মুখে মুখে।

গত বুধবার রাতে চাঁদার এই অভিযোগ এনে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তানিয়া আক্তার নবীনগর থানায় লিখিত অভিযোগে এসব বিষয় জানান।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে তানিয়া আক্তারের সঙ্গে উপজেলার নিমতলা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আবির আহম্মেদের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর বিভেদ সৃষ্টি হলে ৩ নভেম্বর ওই মহিলা কাউন্সিলরের নেতৃত্বে একটি সালিস বসে। সালিসে তাঁদের ডিভোর্সের সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় সন্তান মায়ের কাছে ১৫ মাস থাকবে এবং তার ভরণপোষণ হিসাবে আবির ২০ হাজার টাকা তানিয়াকে দেবে। তবে সেই টাকা তানিয়াকে না দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন ওই কাউন্সিলর। টাকা না দিলে ছেলেকে নিয়ে যাওয়াসহ পরিবারের লোকজনদের নানা হুমকি-ধমকি দেন তিনি।

কাউন্সিলর নিলুফা ইয়াসমিনকে মোবাইল ফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন। পরে বিষয়টি জানিয়ে তাঁকে একটি খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি প্রাথমিক তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ