হোম > ছাপা সংস্করণ

জমজমাট শীতবস্ত্রের বাজার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কয়েক সপ্তাহ ধরেই বইছে হিমেল হাওয়া। দিনভর রোদ আর সন্ধ্যা ঘনিয়ে এলেই হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এর মধ্যেই গরম কাপড়ের জন্য মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের বাজারে।

পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী মহিউদ্দিন আহাম্মদ বলেন, দুই সপ্তাহ আগে থেকেই শীতবস্ত্রের জন্য দোকানে ক্রেতারা আসছেন। গত কয়েকদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে শীত বেড়েছে। তাই শীতবস্ত্র বিক্রি আগের তুলনায় বেড়েছে।

অপরদিকে ফুটপাতে বসা শীতবস্ত্র বিক্রেতা রবিউল আলী বলেন, ফুটপাতে বসা দোকানগুলোতে ক্রেতা হচ্ছে নিম্নআয়ের মানুষজন। মাঝে মধ্যে কিছু মধ্যবিত্তরাও আসেন। প্রতি বছর এমন সময় শীতবস্ত্রের বড় বড় বস্তা এনে শীতবস্ত্র দোকানে সাজাই। সাধারণ মানুষ কমদামে শীত নিবারণের জন্য শীতবস্ত্র সংগ্রহে ভিড় জমান।

শীতবস্ত্র সংগ্রহ করতে আসা আজিম সরকার বলেন, বড় বড় বিপণিবিতানের দোকানগুলোতে গেলে বেশি দামে শীতের কাপড় কিনতে হয়। বেশি দামে সংগ্রহের সাধ্য নেই। তাই নিম্ন আয়ের মানুষের ঠিকানা ফুটপাত।

আরেক ক্রেতা আহমেদ রুবেল বলছেন, দোকানগুলো যেন অধিক দামে শীতবস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন। নতুবা মানুষ বিক্রেতাদের মনগড়া দামেই কিনতে বাধ্য হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন