পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগমারা উপজেলার ১৬ ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন ৪৮ জন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের মোট ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত রোববার যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।
উপজেলার ১৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৬জন নৌকার প্রার্থীসহ চেয়ারম্যান পদে রয়েছেন ৬৪ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আল-মামুন প্রামানিকের বিপক্ষে মাঠে রয়েছেন ছয়জন, নরদাশে নৌকার প্রার্থী গোলাম সারওয়ারের বিপক্ষে রয়েছেন তিনজন, দ্বীপপুরে নৌকার প্রার্থী আব্দুল হামিদের বিপক্ষে রয়েছেন দুজন, বড়বিহানালীতে নৌকার প্রার্থী রেজাউল করিম রেজার বিপক্ষে রয়েছেন চারজন, আউচপাড়ায় নৌকার প্রার্থী সারদার জান মোহাম্মদের বিপক্ষে রয়েছেন দুজন, শ্রীপুরে নৌকার প্রার্থী মকবুল হোসেন মৃধার বিপক্ষে রয়েছেন দুজন, বাসুপাড়ায় নৌকার প্রার্থী লুৎফর রহমানের বিপক্ষে রয়েছেন একজন, কাচারী কোয়ালীপাড়ায় নৌকার প্রার্থী আয়েন উদ্দীনের বিপক্ষে রয়েছেন একজন, শুভডাঙ্গায় নৌকার প্রার্থী আব্দুল হাকিম প্রামানিকের বিপক্ষে রয়েছেন দুজন, মাড়িয়ায় নৌকার প্রার্থী আসলাম আলী আসকানের বিপক্ষে রয়েছেন দুজন, গনিপুরে নৌকার প্রার্থী এস. এম এনামুল হকের বিপক্ষে রয়েছেন তিনজন, ঝিকরায় নৌকার প্রার্থী আব্দুল হামিদ ফৌজদারের বিপক্ষে রয়েছেন পাঁচজন, গোয়ালকান্দিতে নৌকার প্রার্থী আলমগীর সরকারের বিপক্ষে রয়েছেন তিনজন, হামিরকুৎসায় নৌকার প্রার্থী সানোয়ারা খাতুনের বিপক্ষে রয়েছেন আটজন, যোগীপাড়ায় নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার বিপক্ষে রয়েছেন দুজন এবং সোনাডাঙ্গা ইউপিতে নৌকার প্রার্থী আজাহারুল হকের বিপক্ষে রয়েছেন দুজন চেয়ারম্যান প্রার্থী।