দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বিষাক্ত অ্যালকোহল পানে বিশ্বজিৎ রায় (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বজিৎ রায় ১ নম্বর ডাবোর ইউপির সাবেক চেয়ারম্যান।
জানা যায়, গত মঙ্গলবার রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।