রয়টার্স, ম্যানিলা
শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। আহত হয়েছেন দুই শতাধিক, এখনো নিখোঁজ ৫২ জন। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। সামরিক বাহিনীকে বিমান এবং নৌযানে করে সাহায্য নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেক বোহল প্রদেশের বিসায়াস এলাকার। এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্পট। এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে সুপার টাইফুন রাই ফিলিপাইনে আঘাত হানে।