মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে ‘সপ্তর্ষি’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউনক্লাব স্বাধীনতা মঞ্চে সপ্তর্ষি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ‘সপ্তর্ষি’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন সপ্তর্ষি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।