বিনোদন ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে এ বছর। চলচ্চিত্র, ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ১৪ মে থেকে শিল্পকলায় আয়োজন করা হয়েছিল ছয় দিনব্যাপী ‘মৃণাল সেন রেট্রোস্পেকটিভ’। শুক্রবার ছিল উৎসবের শেষদিন। এ দিন দেখানো হয় মৃণাল সেনের তিনটি সিনেমা—খণ্ডহর, মহাপৃথিবী ও আমার ভুবন। নির্মাতা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘আধুনিকতার বিউপনিবেশায়ন ও মৃণাল সেনের সিনেমা’ বিষয়ক সেমিনার। এতে অংশ নেন মাহমুদুল হোসেন দুলাল, মইনুদ্দীন খালেদ, নাসির আলী মামুন ও অধ্যাপক জাকির হোসেন রাজু।