Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সালিসে নারীকে লাঠিপেটা ইউপি সদস্য গ্রেপ্তার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সালিসে নারীকে লাঠিপেটা ইউপি সদস্য গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সালিসে এক নারীকে বেধড়ক লাঠিপেটা করার ঘটনায় ইউপি সদস্য মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে গত শনিবার প্রকাশ্যে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।

নির্যাতনের শিকার ওই নারী গতকাল রোববার বিকেলে বাদী হয়ে উপজেলার নারচী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামসহ ১৪ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে রাতে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ওই গৃহবধূর এক মেয়ের সঙ্গে খালেক অনৈতিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এই সন্দেহের বশে গত শনিবার সকাল ১০টার দিকে নারচী ইউপিতে সালিস বসানো হয়। সেখানে ওই নারীকে ইউপি সদস্য তরিকুল মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ ঘটনার একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এটি ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, সালিসে আব্দুল খালেককে কান ধরে ওঠবস করানো হয় এবং তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে খালেক পলাতক রয়েছেন।

নারচী ইউপির চেয়ারম্যান আলতাফ আলী বান্টু বলেন, ‘এলাকাবাসীর তোপের মুখে ইউপি সদস্য তরিকুল এ ঘটনা ঘটিয়েছে। তবে অন্য নারীর গায়ে হাত দেওয়াটা ঠিক হয়নি।’

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই নারীকে পেটানোর ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি আমাদের নজরে আসে। এরপর ইউপি সদস্য তরিকুল এবং ওই নারী ও তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য সারিয়াকান্দি থানায় আনা হয়।’

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলায় তরিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগামীকাল (আজ) বগুড়া জেলার বিজ্ঞ আদালতে তোলা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ