‘কমলা রঙের বিশ্ব গড়ি: নারী নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশন এইডের সহযোগিতায় উপজেলার যুব নেটওয়ার্কের কর্মীরা গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সাইকেল শোভাযাত্রা ও শহরের চিকামোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউএসএস প্রজেক্ট কো-অর্ডিনেটর কায়কোবাদ, উপজেলা যুব নেটওয়ার্ক সভাপতি সুমন্ত রায় এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান দরদ। পরে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা যুব নারীদের পুরস্কৃত করা হয়।