ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সারা দেশের মতো গতকাল মঙ্গলবার ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয় নোয়াখালীর হাতিয়ায়। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণসহ সব পথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। গত সোমবার সকাল থেকে যাত্রী পারাপারে এই নিষেধাজ্ঞা গতকালও বলবৎ ছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার দ্বিতীয় দিন গতকালও হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম, নলচিরা-চেয়ারম্যানঘাট, তমরদ্দি-চেয়ারম্যানঘাট, জাহাজমারা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যান ঘাটসহ সব পথে নৌ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন।
তমরদ্দি লঞ্চঘাটের ইজারাদার প্রতিনিধি মিরাজ সর্দার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল (সোমবার) বিকেলে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। আজ (গতকাল) হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। এদিকে গতকাল সকালে হাতিয়ার তমরদ্দি ঘাট ও নলচিরা ঘাটে অনেক যাত্রীকে নদী পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন জানান, ঘূর্ণিঝড়ের কারণে হাতিয়ার সঙ্গে সব পথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা মাছ ধরার নৌকাসহ সব ধরনের নৌযানকে উপকূলে অবস্থান নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।