ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে চতুর্থ দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন এক হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থী টিকা পাবেন।