পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮ জন সদস্য ও ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহাআলম মোল্লাসহ উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা।
এর আগে বেলা এগারোটায় কাজীপুরের ১২ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। জেলা পরিষদ মিলনায়তনে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।