সাটুরিয়া প্রতিনিধি
সাটুরিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাট বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সাটুরিয়া উপজেলা পরিষদরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুল মজিদ ফটো কৃষি উপকরণ বিতরণ করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী এএফ এম তৈয়াবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ১০ জন পাট বীজ উৎপাদনকারী চাষিদের আধা কেজি পাটবীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেক চাষিকে ২ হাজার ৬৩০ টাকা মোবাইল অ্যাপস নগদের মাধ্যমে দেওয়া হয়।