বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ে যে খুব একটা কাঁচা নন, তা নিজের গানে মডেল হয়ে ক্যারিয়ারের শুরুতেই জানান দিয়েছিলেন পড়শী। মিউজিক ভিডিওর গণ্ডি পেরিয়ে সম্প্রতি নাম লিখিয়েছেন নাটকে। তাঁর অভিনীত সর্বশেষ ‘শাদি মোবারক’ নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এতে তাঁর নায়ক ছিলেন মুশফিক ফারহান। এর আগে ‘মারিয়া ওয়ান পিস’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছিলেন পড়শী। নতুন খবর হলো, এবার ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে নতুন নাটক নিয়ে আসছেন পড়শী। নাম ‘লাভ স্টেশন’।
মহিদুল মহিমের পরিচালনায় এ মাসের শুরুতে সিলেটে নাটকটির শুটিং সেরে এসেছেন তাঁরা।
‘লাভ স্টেশন’ নাটকটি নিয়ে খুবই আশাবাদী পড়শী। তিনি বলেন, ‘আগের যে দুটি নাটকে কাজ করেছি, এর থেকে একেবারেই আলাদা একটি গল্প। খুব রোমান্টিক। তবে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ কারণেই কাজটি করতে রাজি হয়েছি। নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। এ ছাড়া জোভানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেও ভালো লেগেছে।’
গান থেকে অভিনয়ে আসা পড়শীর অভিনয় প্রতিভা নিয়ে জোভান বলেন, ‘গায়িকা হিসেবে তো অবশ্যই ভালো; অভিনেত্রী হিসেবেও সম্ভাবনাময়ী পড়শী।’ লাভ স্টেশন নাটকের গল্পটি রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির গল্প উঠে আসবে এতে। ভালোবাসা দিবসে নাটকটি দেখা যাবে বলে জানা গেছে।