বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে গেয়েছেন মুজা। নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি গেয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজা। হাবিব ও মুজা মিলে এবার গেয়েছেন ‘বেণি খুলে’। কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে। প্রকাশের পাঁচ দিনের মাথায় ২৫ লক্ষাধিক বার দেখা হয়েছে গানটি। লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর করেছেন রাসেল আলী, মুজা ও ফুয়াদ। গানের ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন ও নেচেছেন হৃদি শেখ।
‘বেণি খুলে’ গানটিতে রয়েছে সিলেটের আঞ্চলিক ভাষা, ইংরেজি ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার। আঞ্চলিক ও ইংরেজি অংশটুকু গেয়েছেন মুজা আর প্রমিত বাংলা অংশ গেয়েছেন হাবিব। পার্থ শেখ পরিচালনা করেছেন গানের ভিডিও।
অনেকটা নিভৃতেই প্রকাশ হয়েছিল গানটি। তবে ফুয়াদ, হাবিব ও মুজা—এ তিনজনের প্রচেষ্টা তো আর বিফলে যেতে পারে না। নিভৃতে প্রকাশ পাওয়া গানটি এখন মানুষের মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় ‘বেণি খুলে’ নিয়ে প্রচুর প্রশংসা। অনেকে কাভার করছেন, গানের তালে নাচছেন আর সেগুলো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
হাবিব ওয়াহিদ বলেন, ‘গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। নিজের সংগীতেই সব সময় গান করি আমি। তবে ফুয়াদের মিউজিকে এর আগেও গেয়েছি। ফুয়াদ ও রাসেল আমার বহুদিনের পরিচিত। তিনজনের সঙ্গে মুজা চমৎকারভাবে কোলাবরেশন করেছে।’