Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্মার্ট পোশাকের ঝলক

নাজমুল হাসান সাগর, ঢাকা

স্মার্ট পোশাকের ঝলক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শীত একেবারে উবে গেছে মানুষের ভিড়ে! গতকাল ছিল ডিজিটাল বাংলাদেশ মেলার শেষ দিন। ফলে নতুন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনী যন্ত্র দেখতে এবং সেগুলোর সঙ্গে পরিচিত হতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল ব্যাপক।

ভিড় ঠেলে এগিয়ে যেতে হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে উদ্ভাবনী কর্নারের দিকে। সেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সাজিয়ে বসে আছেন। একটি টেবিল ঘিরে বেশ কয়েকজনের জটলা দেখে উঁকি দিতেই চোখে পড়ল, একটি কাগজে ইংরেজিতে লেখা ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট ডিটেকশন উইথ স্মার্ট ড্রেস’। দেখা গেল, একটি ল্যাপটপ আর কিছু তার ছড়িয়ে–ছিটিয়ে আছে টেবিলে। পাশেই লাল একটি প্লাস্টিকের বাক্সে আরও কিছু যন্ত্রপাতি এবং একটি পোলো টি-শার্ট বিছিয়ে রাখা। টি-শার্টের গায়ে লাগানো কয়েকটি সেন্সর কার্ড। কার্ডগুলোতে যুক্ত তিনটি তার আবার সংযোগ দেওয়া হয়েছে লাল বাক্সটিতে।

স্টলে বসা নোমান ফয়সাল জানালেন, যৌন হয়রানি রোধে তাঁরা বিশেষ একটি স্মার্ট পোশাক উদ্ভাবন করেছেন। এই বিশেষ পোশাক মানুষের স্পর্শের তারতম্য নির্ণয় এবং যৌন নির্যাতনকারী চিহ্নিত করে ঘটনাস্থলের ডেটা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগীর স্বজনদের কাছে! এই স্মার্ট পোশাক নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে বাঁচাবে অপহরণের হাত থেকেও। ফোন হারিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবে ভুক্তভোগী। শুধু সেন্সর কার্ড, জিএসএম মডিউল এবং জিপিএস ট্র্যাকারের মতো ছোট ছোট কয়েকটি যন্ত্র দিয়েই এমন স্মার্ট পোশাক বানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। নিজেদের উদ্ভাবিত এমন আরও চারটি যন্ত্র প্রদর্শন করতে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিন্ন ধরনের রোবট উদ্ভাবন করে প্রদর্শনীতে এনেছেন ইউনিভার্সিটি অব স্কলারের একদল ছাত্র। সেলফ ব্যালান্সিং রোবট, সেলফ ব্যালান্সিং কিউব এবং মাস্ক বোটের মতো এসব যন্ত্র বেশ আগ্রহ নিয়ে দেখছিলেন দর্শনার্থীরা। প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন এসব ছোট যন্ত্রের এমন অন্তত ৩০টি উদ্ভাবক দল এবারের ডিজিটাল বাংলাদেশ মেলায় অংশ নিয়েছিল।

প্রদর্শনীর কার্নিভ্যাল পয়েন্টে দেশ-বিদেশের নামকরা সব ব্র‍্যান্ডের আইটি, টেকনোলজি ও মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাজির হয়েছিল তাদের পণ্য নিয়ে। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের স্টলে গিয়ে দেখা গেল, ইন্টার‍্যাকটিভ ডিসপ্লে প্যানেল নামে একটি পণ্য ঘিরে দর্শনার্থীদের বেশ কৌতূহল। এটি মূলত অ্যান্ড্রয়েড সুবিধাসম্পন্ন প্রজেক্টর। হাই রেজল্যুশনের ওয়েব ক্যামেরাসমৃদ্ধ এই ডিসপ্লে ক্লাস, করপোরেট অফিসসহ বিভিন্ন কনফারেন্সে ব্যবহারের কথা বিবেচনায় রেখে নির্মাণ করা হয়েছে বলে জানান স্টলের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সিনিয়র সেলস অফিসার ইমরান হোসাইন।

এ ছাড়া বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য, যেমন রাউটার, সিসি ক্যামেরা, আইপি ফোনের মতো পণ্যগুলোও প্রদর্শনীর পাশাপাশি বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে মেলায়। 
শেষ দিন সকালে মেলায় আয়োজন করা হয়েছিল প্রাথমিক স্তরে পড়ুয়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ শিরোনামের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। তিন দিনের এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ