হোম > ছাপা সংস্করণ

নারী দিবসে টিভি আয়োজন

বিনোদন ডেস্ক

আজ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর থাকছে এ প্রতিবেদনে।

চ্যানেল আই
চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’। নারী দিবস উপলক্ষে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের নারীবিষয়ক বিভিন্ন গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। প্রবাসী এক নারীর গল্প নিয়ে টেলিফিল্মটির চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে মিশা সওদাগর, সাবিলা নূর প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সময় ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘নারীর সমতায় ক্ষমতা’। 

আরটিভি
রাত ৮টায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘জয়া আলোকিত নারী’। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান আট নারীকে সম্মাননা দেবে আরটিভি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ ও শ্রাবণ্য তৌহিদা। 

বাংলাভিশন
নারীর অর্থনৈতিক সাবলম্বিতা, সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে নারীর অবদানসহ নানা বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান ‘জাগো নারী জাগো’। আলোচনায় অংশ নিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাশেদা রওনক হাসান খান। সঞ্চালনয়া নুঝহাত সাওম, প্রযোজনায় তাহমিনা মুক্তা। প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। 

মাছরাঙা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কীর্তিমতী সম্মাননা ২০২৪’। সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান নারীদের সম্মাননা প্রদান করা হবে অনুষ্ঠানে।

রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নারীদের সৌন্দর্যবিষয়ক অনুষ্ঠান ‘রূপকথা’। উপস্থাপনায় নাবিলা ইসলাম। প্রযোজনা জেড আই ফয়সাল।

রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘তক্ষক’। রচনা জহির করিম, পরিচালনা রাহাত মাহমুদ। অভিনয়ে সুমাইয়া শিমু।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর ‘সকালের গান’ অনুষ্ঠানে আজ গান শোনাবেন নারী শিল্পীরা। অংশ নেবেন অনিমা মুক্তি, ঝিলিক, লিজা, পুতুল, নন্দিতা, লুইপা, চম্পা বণিক, দিঠি আনোয়ার ও ইয়াসমিন লাবণ্য। প্রযোজনা লিটু সোলায়মান।

দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার করা হবে নাটক ‘বিরতিহীন নারী’। অভিনয়ে নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। পরিচালনায় জাকির হোসেন উজ্জ্বল।

রাত ১০টায় রয়েছে নাটক ‘বিয়েবাড়ির আবদার’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনায় জিয়াউদ্দিন আলম।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন