বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়েব ফিল্মের জনপ্রিয়তা। অভিনয় শিল্পী ও নির্মাতারাও আগ্রহী হয়ে উঠছেন ওয়েব ফিল্ম নিয়ে। এবার এ তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সোহানা সাবা। প্রথমবারের মতো কোনো ওয়েব ফিল্মে কাজ করলেন তিনি। নাম ‘অদিতি’। ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন রাকেশ বসু।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘প্রথমবার কোনো ওয়েব ফিল্মে কাজ করলাম। এ ছাড়া পরিচালক রাকেশ বসুর সঙ্গে এক যুগ পর কাজ করা হচ্ছে। ২০১০-১১ সালে ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করেছিলাম। দীর্ঘদিন পর পুরোনো কলিগের সঙ্গে কাজ করে ভালো লাগছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই কাজটি শেষ করতে পেরেছি।’
নির্মাতা রাকেশ বসু বলেন, ‘সিনেমায় একটি পরিবার দেখানো হবে। সেই পরিবারের প্রতিটি সদস্যের ভিন্ন ভিন্ন গল্প আছে। সেই গল্পগুলো নিয়েই পুরো সিনেমার গল্প। আমি মনে করছি দর্শকের জন্য বেশ উপভোগ্য হবে ফিল্মটি।’
মানিকগঞ্জ ও উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। নতুন বছর মুক্তি পাবে সিনেমাটি। আরটিভির জন্য নির্মিত ওয়েব ফিল্মটিতে সাবার সঙ্গে আরও অভিনয় করছেন সজল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সাবেরী আলম প্রমুখ।