কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় পলাতক ছিলেন।
গ্রেপ্তার আসামিরা হলেন উত্তর মাধখলা গ্রামের মিয়া হোসেনের পুত্র আ. বারিক মাস্টার (৪৫), আ. বারিকের স্ত্রী স্বপ্না আক্তার (৩৮), স্বপন মিয়ার স্ত্রী মরিয়ম (২৪), আ. রাজ্জাকের স্ত্রী মোছা. হোছনা বেগম (৩০), আ. জলিল (৫০), শফিকুল ইসলাম (৩০), এরশাদ মিয়া (৩০), মাসুদ মিয়া (৩০), মো. হেলিম মিয়া (৪৫), বাদল মিয়া (৩৩), মো. রুবেল মিয়া (৪০), মো. সাব্বির মিয়া (১৮) ও আ. হেলিম (৬০)।
তবে আদালতে পাঠানোর আগেই আদালতের রিকলে (জামিনপত্র) তিনজন মুক্তি পেয়ে যান। মুক্তি পাওয়া তিনজন হলেন রুবেল মিয়া, সাব্বির মিয়া ও আ. হেলিম।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।