বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার শপথ করিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করানো এ শপথে অংশ নেন রাজশাহীর প্রায় ২০ হাজার মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে তাঁরা শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ। প্রায় ২০ হাজার মানুষ শপথ নেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।