বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা আছে কলকাতার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিকের। আসছে ঈদেও বাংলাদেশের দর্শকের জন্য নতুন কাজ উপহার দিচ্ছেন এ অভিনেত্রী। দুই মাধ্যমে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে দর্শনার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, অন্যদিকে রাশেদ রাহার ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার প্রচারে বাংলাদেশে আসবেন দর্শনা।
থ্রিলার গল্পে নির্মিত ওমর সিনেমায় ‘ভাইরাল বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করেছেন দর্শনা। জনি হকের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ভারতের ঈশান মিত্র। সুর ও সংগীতায়োজন করেছেন স্যাভি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত গানটি নিয়ে কথা বলতে চান না দর্শনা। তবে জানালেন ওমর সিনেমায় তাঁর উপস্থিতি দর্শকের জন্য চমক। আজকের পত্রিকাকে দর্শনা বলেন, ‘ওমর সিনেমায় আমার চরিত্রটি একটা চমক। এটা ঈদের সময় হলে গিয়েই দর্শককে দেখতে হবে।’
কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দর্শনা বলেন, ‘এই প্রথমবার শরিফুল রাজের সঙ্গে কাজ করা হলো। প্রচণ্ড ডেডিকেশন আছে ওর মধ্যে। সে খুব ভালো অভিনেতা। স্ক্রিনে তার সঙ্গে আমার রসায়ন দর্শক পছন্দ করবে।’
অন্যদিকে, কলকাতা ডায়েরিজ সিনেমায় দর্শনার সঙ্গে আছেন শ্রীলেখা মিত্র ও বাংলাদেশের সিফাত আমিন। গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা। যে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বণিক। দর্শনা বলেন, ‘কলকাতা ডায়েরিজ সিনেমায় আমার চরিত্রটি আজকালের মেয়েদের মতোই। হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’ সিনেমায় অ্যান হ্যাথাওয়ের চরিত্রের সঙ্গে আমার চরিত্রটির মিল খুঁজে পেয়েছি। শ্রীলেখাদির চরিত্রটি বেশ শক্তিশালী। অন্যদিকে এটি সিফাত আমিনের প্রথম ওয়েব সিনেমা। সে খুব ভালো করার চেষ্টা করেছে।’