Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কক্সবাজার আওয়ামী লীগ: শীর্ষ পদ চান ১২ জন

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

কক্সবাজার আওয়ামী লীগ: শীর্ষ পদ চান ১২ জন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সাত বছর পর আয়োজিত সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে এক ডজন নেতা জোর তদবির চালাচ্ছেন। সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যেও বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তবে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে নতুন নেতৃত্ব বাছাই হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে, এ নিয়ে দলে চলছে ব্যাপক আলোচনা। অধিকাংশ নেতাই মনে করেন, কেন্দ্রের ওপরই নির্ভর করছে কে দলের দায়িত্বে আসছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার সফর করেন। ওই দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। ওই মঞ্চেই সকালে সম্মেলনের উদ্বোধনী পর্ব হবে।

জেলার ১১ সাংগঠনিক উপজেলার মধ্যে রামু ছাড়া ইতিমধ্যে সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ হয়েছে। এবার কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, খোরশেদ আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন রনজিত দাশ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে সম্মেলনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ