হোম > ছাপা সংস্করণ

সিনেমার গানে হাবিবের ফেরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছয় বছর বেশ লম্বা সময়। এত সময় ধরে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন হাবিব ওয়াহিদ। রিমেক গান দিয়ে রাজকীয় সূচনার পর অডিও অ্যালবাম কিংবা সিনেমার গান—সব ক্ষেত্রেই দাপুটে পদচারণ ছিল হাবিবের। আধুনিক গানের সুরে, সংগীতে বেশ বৈচিত্র্য নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু একটা পর্যায়ে রিমেক, জিঙ্গেল, প্লেব্যাক—সব ধরনের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হাবিব। সময় দিচ্ছিলেন মৌলিক গানে। গান বানিয়ে, সেটার ভিডিও তৈরি থেকে প্রযোজনা-পরিবেশনা—সবই তুলে নিয়েছিলেন নিজের হাতে। এ সময়ে হাবিব তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন অসংখ্য মৌলিক গান। সেগুলোও শ্রোতারা হইহই করে শুনেছেন।

দর্শক-শ্রোতাদের এই ভালোবাসার ওপর ভরসা রেখে বছর ছয়েক পর সিনেমার গানে ফিরেছেন হাবিব। গতকাল প্রকাশ হয়েছে শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমার প্রথম গান ‘জমবে মেলা’। এস এ হক অলিক, যিনি এই সিনেমার নির্মাতা, তিনিই লিখেছেন গানটি। অলিকের সঙ্গে হাবিবের রসায়ন নতুন নয়। তাঁর পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন হাবিব। ‘জমবে মেলা’ দিয়ে আবার ফিরল সেই পুরোনো জুটি।

হাবিব বলেন, ‘আমি শেষ কবে প্লেব্যাক করেছি, এখন আর মনেও পড়ে না। অথচ আমি এখনো মনে করি, গানকে সঠিক মূল্যায়ন করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সিনেমা। তবুও সেখান থেকে দূরে যাওয়ার কারণ—হতাশা। দেখা গেছে, অনেক আবেগ আর যত্ন নিয়ে একটা গান করছি। কিন্তু সিনেমা মুক্তির পর ট্রিটমেন্ট দেখে হতাশ হই। এমনও অনেক কাজ করেছি, যে সিনেমা আর মুক্তি পায়নি। সেসব ভুলে আবারও সিনেমায় কাজ করলাম, এটাই এখন সবচেয়ে ভালো লাগার বিষয়।’

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই দাপিয়ে কাজ করছেন, যাঁদের শুরুটা হয়েছে হাবিবের হাত ধরে। বিভিন্ন সময়ে অনেক নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন তিনি। ‘জমবে মেলা’ গানেও রয়েছে এমন উদাহরণ। এ গানে হাবিব নিয়ে এসেছেন আরেক নতুন কণ্ঠ, জারিন তাঁর নাম। হাবিব বলেন, ‘এই গানটির মাধ্যমে তরুণ মেধাবী জারিনকে একটি প্ল্যাটফর্ম দিতে পেরেছি, সেটাও ভালো লাগার বিষয়।’

হাবিব জানিয়েছেন, ‘জমবে মেলা’ ছাড়াও ‘গলুই’ সিনেমার আরেকটি গান বানিয়েছেন তিনি। সেটিও প্রকাশ হবে শিগগিরই। এ দুটো গানের কারণে ঈদে নিজের কোনো একক গান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হাবিব। 

দর্শক-শ্রোতাদের  ভালোবাসার ওপর ভরসা রেখে বছর ছয়েক পর সিনেমার গানে ফিরেছেন হাবিব। গতকাল প্রকাশ হয়েছে শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমার প্রথম গান ‘জমবে মেলা’। এ গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জারিন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন