রানা আব্বাস, ব্রিসবেন থেকে
স্থানীয় সময় বেলা ১টায় অনুশীলন শেষে অ্যালান বোর্ডার ফিল্ডের নিরাপত্তাকর্মী জানতে চাইলেন, বাংলাদেশ দল কি কালও (আজ) এখানে আসছে? হ্যাঁ-সূচক উত্তর শুনে নিজেই জানালেন, আবহাওয়ার পূর্বাভাস বলছে, কালও (আজ) বৃষ্টি হবে প্রচুর। আজ দুপুরে বাংলাদেশ ঠিকঠাক অনুশীলন করতে পারবে কি না, সেটি নিয়ে তাই সংশয় রয়েছে।
ব্রিসবেনে বৃষ্টি ভালোই ভোগাচ্ছে বাংলাদেশকে। গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবাধায় প্রস্তুতি ম্যাচটা খেলা যায়নি। গতকাল মেঘলা আকাশের নিচে অনুশীলন করা গেলেও আজ কী হয় কে জানে! শুধু বাংলাদেশ নয়, আকাশে চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকদেরও। আগামীকাল শুরু হচ্ছে বিশ্বকাপের আসল পর্ব। প্রথম দুই দিনেই দুটি ব্লকবাস্টার—আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আর পরশু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। প্রায় ১ লাখ লোক ধারণক্ষমতাসম্পন্ন এমসিজির সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে।
এই মুহূর্তে আয়োজকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। দুই ম্যাচের আগেই বর্ষণের আভাস। যদি ম্যাচ ঠিকঠাক না হয় দর্শকদের টাকা ফেরত দিতে হবে আইসিসিকে। ডিজিটাল ও টেলিভিশনে প্রায় আড়াই শ মিলিয়ন ভিউ হাতছাড়া হবে। শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই আইসিসির ক্ষতি হতে পারে সাড়ে ২৫ কোটি টাকা। বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার এই খবর বেশির ভাগ অস্ট্রেলীয় সংবাদমাধ্যমই বেশ গুরুত্বের সঙ্গে ছেপেছে গতকাল।
এবার অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের শুরুতেই আবহাওয়া এমন বৈরী, যেটি নিয়ে খোদ অস্ট্রেলিয়ানরাই চিন্তিত। গতকাল ব্রিসবেনে এটি নিয়ে কথা হচ্ছিল ক্যামেরুন নামের এক দর্শকের সঙ্গে। ভদ্রলোক নিজেও অপেশাদার ক্রিকেট খেলেন। নিজের মোবাইল ফোনের অ্যাপ থেকে দেখালেন আগামী ১০ দিনে ব্রিসবেনে কী মাত্রায় বৃষ্টিবাদল অপেক্ষা করছে। আজ যে শতভাগ বর্ষণের পূর্বাভাস রয়েছে, সেটিও জানিয়ে রাখলেন। ‘৩০ অক্টোবর বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে ব্রিসবেনে, সেটিতেও বৃষ্টিবাগড়া থাকতে পারে, এই গ্রীষ্মের আবহাওয়াটা মোটেও ক্রিকেটবান্ধব মনে হচ্ছে না’—বলছিলেন ক্যামেরুন।
বৃষ্টির আশঙ্কা নিয়েই বাংলাদেশকে অতিরিক্ত দুই দিন থাকতে হয়েছে ব্রিসবেনে। অথচ এই কন্ডিশনের সঙ্গে কোনো মিলই নেই নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টের। তাসমানিয়ার কনকনে শীত আর সময়ের পার্থক্য ভালোই পরীক্ষা নেবে সাকিবদের। হোবার্টে নিজেদের ঝালিয়ে নিতে তাঁরা সুযোগ পাবেন মাত্র দুটি অনুশীলন সেশন। অবশ্য এতে প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না বলেই বিশ্বাস বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের।
গতকাল অ্যালান বোর্ডার ফিল্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ১ ডিগ্রি সেলসিয়াসেও খেলে এসেছি।’
হোবার্টের কন্ডিশন আর নিউজিল্যান্ডের কন্ডিশন কাছাকাছিই হওয়ার কথা। তবে শ্রীরাম মনে করেন, সেখানকার উইকেট স্পিনসহায়ক হতে পারে। অবশ্য তিনি নিজেই স্বীকার করলেন, এই টুর্নামেন্টের উইকেট-কন্ডিশন সম্পর্কে যা বুঝছেন, সবই টিভিতে দেখে। বাংলাদেশ প্রথম ম্যাচের ভেন্যুতে যাবে আগামীকাল। ব্রিসবেন থেকে হোবার্টে যাওয়ার ফ্লাইট সকাল সাড়ে ৭টায়। মেলবোর্ন হয়ে হোবার্টে পৌঁছাতে পৌঁছাতে দুপুর।