Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শপথ নিয়েই জুতা পায়ে শহীদ মিনারে ইউপি সদস্যরা

ধনবাড়ী প্রতিনিধি

শপথ নিয়েই জুতা পায়ে শহীদ মিনারে ইউপি সদস্যরা

শপথ নিয়েই শহীদ মিনারে জুতা পায়ে, ফুল হাতে ফটোসেশন করেছেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এতে উপজেলাজুড়ে দেখা দিয়েছে অসন্তোষ ও বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। এ ঘটনায় শহীদদের চরম অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

বিজয়ের মাসে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটেছে গত বুধবার দুপুরে। নির্বাচিত ইউপি সদস্যরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাসিন্দা। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবি ফেসবুকে শেয়ার দেওয়ায় মো. আল মামুন নামের যুবলীগের এক কর্মী ও এক গণমাধ্যমকর্মীকে তথ্যপ্রযুক্তিতে মামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অনোয়ার হোসেন কালু ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি খুবই লজ্জার। তাঁদের শাস্তি হওয়া দরকার।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফুল হাতে নিয়ে জুতা পায়ে ফটোসেশন করা ৯ ইউপি সদস্য হলেন—মিজানুর রহমান, ময়নাল হক, মাসুদ রানা, মো. মনিরুজ্জামান ওরফে মুক্তার, মো. আব্দুল্লা আল মামুন, শাহাজাহান আলী, মো. মিজানুর রহমান, মো. সফিকুল ইসলাম ও মো. বাবুল আক্তার।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ