আজকের পত্রিকা ডেস্ক
যথাযোগ্য মর্যাদয় যশোর, নড়াইল ও মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।
যশোর: যশোরে শোক–শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সূর্যসন্তানদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয় জেলা সদরসহ সব উপজেলায়। এর মধ্যে সকালে সদরের চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ
নড়াইল: নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে শহীদ বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে কয়েক হাজার প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহীদ বদ্ধভূমিতে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান প্রমুখ।
মাগুরা: মাগুরাতেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মাগুরায় এ দিবসের কর্মসূচি শুরু হয় সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যায় শহরের নোমানী ময়দানে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কণ্ডু, উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলুসহ প্রমুখ।