মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টায় সদর উপজেলার জাগির ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
সাটুরিয়া উপজেলার গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মধ্যে আনোয়ার হোসেন গরু কেনাবেচার সঙ্গে জড়িত। তিনি ও হাবিবুর গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি সাটুরিয়ায় ফিরছিলেন। তাঁরা সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন নিহত হন।
ওসি বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।