পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নাইবুল্লা নামের এক প্রতিবন্ধী ব্যক্তি প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান পেয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন। নাইবুল্লা উপজেলার চরটেকি গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাইবুল্লা শারীরিক প্রতিবন্ধী। তিনি তাঁর পরিবারের আর্থিক অসুবিধার বিষয় উল্লেখ করে অনুদান চেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তাঁর নামে ৩০ হাজার টাকার অনুদান আসে। শুক্রবার বিকেলে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো. দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) রোজলিন শহীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।