মিঠাপুকুরের পায়রাবন্দে লটারি করে কাজ পেলেন ২৪২ জন অতিদরিদ্র শ্রমজীবী। সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় গতকাল শনিবার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে এই লটারি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জার রহমান খান জানান, এলাকার ৩৫৫ অতিদরিদ্র নারী-পুরুষ লটারিতে অংশ নেন। শ্রমিকদের তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে লটারি করা হয়।
লটারি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
সমবায় কর্মকর্তা জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় মজুরি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে শ্রমিকেরা প্রতি কর্মদিবসের জন্য পাবেন ৪০০ টাকা। এর আগে প্রতি কর্মদিবসের মজুরি ছিল ২০০ টাকা।
কর্মসূচির আওতায় প্রতি বছর কর্মহীন সময়ে ২০ দিন করে দুই দফায় ৪০ দিন কাজ করানো হয়। এ ক্ষেত্রে আগে ব্যাংকের মাধ্যমে মজুরি দেওয়া হয়েছে। এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মজুরির টাকা দেওয়া হবে।