হোম > ছাপা সংস্করণ

ভেষজ ওষুধের গ্রাম শ্রীপুরের দরগারচালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের বেশ কয়েকটি পরিবার ঔষধি গাছের ছাল, বাকল ও পাতা শুকিয়ে প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আশপাশের মানুষের কাছে এ গ্রামের পরিচিতি ভেষজ ওষুধের গ্রাম হিসেবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নিম, শজনে, তুলসী, আমলকী, হরীতকী, বহেড়া, নিশিন্দা, অর্জুনগাছের ছাল, বাকল ও পাতা রাস্তার পাশে শুকাতে দেওয়া হয়েছে। একটু পর পর গৃহিণীরা এসে তা উল্টে-পাল্টে শুকাচ্ছেন। কেউ কেউ কাণ্ড থেকে পাতা ছাড়ানোর কাজ করছেন, কেউ কেউ শুকনো পাতা বস্তায় ভরে বাড়িতে নিচ্ছেন।

ভেষজ গুণসম্পন্ন কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত একিন আলী বলেন, ‘২০ বছর যাবৎ আছি এই ব্যবসায়। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভেষজ উদ্ভিদ কেনার পর তার ছাল, বাকল ও পাতা ছাঁটাই করে এনে তা রোদে শুকিয়ে বিক্রি করি। চাহিদাও মোটামুটি ভালো।’

দরগারচালা গ্রামে কথা এই ব্যবসার সঙ্গে জড়িত মরিয়ম আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে এগুলো কিনে আনেন পুরুষেরা। তারপর শুকানোর দায়িত্ব নারীদের। এই গ্রামের অনেক পরিবার এই কাজের সঙ্গে জড়িত।’

বিদ্যুতায়িত হয়ে পা হারানো মো. সুলতান মিয়া জানান, অনেক কষ্টে ভেষজ গুণসম্পন্ন গাছের ছাল, বাকল ও পাতা সংগ্রহ করেন। সেগুলো শুকানোর কাজ করেন তাঁর স্ত্রী। পরে শুকনো ডাতা, ছাল  বিক্রি করেন। এ থেকে যা আয় হয়, তা দিয়ে চলে সংসার। প্রতি কেজি শজনেপাতা ১৫০ টাকা ও নিম পাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।

ওই গ্রামের নিজাম উদ্দিন, মনির হোসেন, রফিকুল, বাবুলসহ আরও কয়েকটি পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, ‘প্রাকৃতিকভাবেই ভেষজ উদ্ভিদে নানা উপকারী গুণাগুণ বিদ্যমান। ভেষজ উদ্ভিদ থেকে নানা ধরনের ওষুধ তৈরি হয়। কৃষি অফিসের পক্ষ থেকে পতিত জমিতে ভেষজ উদ্ভিদ লাগানোর জন্য চাষিদের পরামর্শ দেওয়া হয়।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন